সংশোধনের শর্তে সুনামগঞ্জে ৪৯ শিশু অপরাধীকে পরিবারের জিম্মায়

সুনামগঞ্জে শিশু অপরাধের ৩৫টি মামলায় রায়ে ৪৯ শিশুকে সংশোধনের শর্তে তাদের বাবা-মায়ের জিম্মায় দিয়েছে আদালত।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2021, 08:29 AM
Updated : 20 Jan 2021, 09:09 AM

সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও শিশু আদালতের বিচারক মো. জাকির হোসেন বুধবার এ রায় দেন।

রায় ঘোষণার সময় শিশুরা আদালতে হাজির ছিল বলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌশলী (পিপি) নান্টু রায় জানান।

রায়ে এই শিশুদেরকে দশটি শর্ত মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। আর এসব কর্মকাণ্ড তদারকি করবেন সমাজ সেবা কার্যালয়ের প্রভেশন কর্মকর্তা শাহ মো.শফিউর রহমান।

শর্তগুলো হল- একশ মনীষীর জীবনী বইটি পড়তে হবে, বাবা-মায়ের কথা মেনে চলা এবং তাদের সেবা করতে হবে, ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে, নিয়মিত ধর্মগ্রন্থ পাঠ করতে হবে, কমপক্ষে ২০টি করে গাছ লাগাতে হবে, মাদক থেকে দূরে থাকতে হবে, ভবিষ্যতে কোন অপরাধের সঙ্গে জড়ানো যাবে না এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এই সব শর্ত সুযোগ পাওয়া শিশুরা পালন করছেন কিনা তা তিন মাস অন্তর অন্তর দেখভাল করবেন জেলা সমাজসেবা কার্যালয়ের প্রভেশন কর্মকর্তা শাহ মো.শফিউর রহমান।

শফিউর রহমান বলেন,  “আদালত যে রায় দিয়েছেন সেটি শিশুদের ভবিষ্যতে বেড়ে উঠতে কাজে দিবে। এতে শিশুরা অপরাধ থেকে নিজেকে দূরে রাখতে পারবে।

এর আগেও এরকম আরেকটি রায় হয়েছিল। ওইসব শিশুরা এখন স্বাভাবিকভাবে জীবনযাপন করছে বলে জানান তিনি।