ঢাকার নবাবগঞ্জে মোবাইলের দোকানে অগ্নিকাণ্ড

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বাগমারা বাজারে একটি মোবাইলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2021, 12:48 PM
Updated : 6 Jan 2021, 12:48 PM

বুধবার বিকালে এই অগ্নিকাণ্ড হয় বলে বাগমারা বাজার বণিক সমিতির সভাপতি ফরহাদ কবির ভূঁইয়া জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর আড়াইটার দিকে ওই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে খাবার খেতে যান ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও মোবাইল টেকনিশিয়ান। সে সময় বিদ্যুৎ ছিল না। পরে কিছুক্ষণের মধ্যে বিদ্যুৎ এলে ওই দোকানের চালের উপর দিয়ে ধোঁয়া বের হতে দেখেন এবং পোড়া গন্ধ পান আশেপাশের ব্যবসায়ীরা। 

পরে তারা দোকানের তালা ভেঙে আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে পানি দিয়ে আগুন নেভান বলে ফরহাদ জানান।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছেন ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্ত ওই দোকান ব্যবসায়ী সুশান্ত রাজবংশী হরিগোপাল (২৮) বলেন, “কীভাবে কী হলো বুঝে উঠতে পারছি না। তবে আগুনে আনুমানিক আমার দেড় থেকে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”

নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মো. লিয়াকত খান জানান, অগ্নিকাণ্ডের বিষয়ে কেউ থানায় জানায়নি।