পঞ্চগড়ে নির্বাচন কর্মকর্তার গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা

পঞ্চগড় পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনকালে জেলা নির্বাচন কর্মকর্তার গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2020, 07:38 PM
Updated : 29 Dec 2020, 07:38 PM

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর পঞ্চগড় সদর থানায় এই মামলা করেন বলে ওসি আবু আক্কাছ আহমদ জানান।

তিনি মামলার নথির বরাতে বলেন, সোমবার ভোট গ্রহণের দিন জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন কেন্দ্র পরিদর্শন করে ফেরার সময় কয়েকজন পেছন থেকে তার গাড়িতে লাঠি দিয়ে আঘাত করে। এতে গাড়ির পেছনের কাচটি ভেঙে পড়ে। বাধা দিতে গেলে তারা পুলিশ সদস্য রবিউল ইসলামকে মারধর করে।

ওসি বলেন, সেই ঘটনায় সোমবার রাতে অজ্ঞাতনামা পাঁচ-সাতজনের বিরুদ্ধে মামলা হয়। পুলিশ তাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।