জামালপুরে সরকারি ভাবে ধান-চাল সংগ্রহ শুরু

জামালপুর সরকারিভাবে আমন ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2020, 09:34 AM
Updated : 24 Dec 2020, 09:34 AM

বৃহস্পতিবার দুপুরে জামালপুর সদরের সিংহজানী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন।

এ সময় খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা ও চালকল মালিকরা উপস্থিত ছিলেন।

জামালপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আল ওয়াজিউর রহমান জানান, চলতি মওসুমে জেলায় ১৫ হাজার ৯২ মেট্রিকটন সেদ্ধ এবং ৩৩৬ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার ৫০টি চুক্তিবদ্ধ চালকল মালিক সরকার নির্ধারিত মূল্যে এ সব চাল সরবরাহ করবেন।

এছাড়া চলতি মওসুমে জামালপুর জেলায় সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১ হাজার ১০১ মেট্রিকটন নির্ধারণ করা হয়েছে। চলতি মওসুমে সরকারিভাবে প্রতিকেজি সেদ্ধ চাল ৩৭ টাকা, প্রতিকেজি আপত চাল ৩৬ টাকা এবং প্রতিকেজি ধান ২৬ টাকা দরে ক্রয় করা হবে বলেও জানান ওয়াজিউর।

এ সময় সংসদ সদস্য মোজাফ্ফর হোসেন বলেন, খাদ্যগুদামগুলোতে সামাজিক ও শারিরিক দূরত্ব বজায় রেখে মানসম্পন্ন ধান-চাল সংগ্রহ করতে হবে।

ধান চাল দিতে এসে কেউ যাতে হয়রানির শিকার না হন সেদিকেও দৃষ্টি রাখতে খাদ্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।