চলনবিলে পাখি শিকারিকে ধরিয়ে দিলে কম্বল উপহার

নাটোরের চলনবিলে কেউ পাখি শিকারিকে ধরিয়ে দিলে তাকে তাৎক্ষণিক একটি কম্বল উপহার দিচ্ছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Dec 2020, 10:53 AM
Updated : 11 Dec 2020, 10:53 AM

শিকারির হাত থেকে চলনবিলের পাখি রক্ষার জন্য ‘চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি’ শুক্রবার এই কার্যক্রম শুরু করেছে। চলবে পুরো শীত মৌসুম।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি আখতারুজ্জামান বলেন, চলনবিলে পানি কমতে শুরু করায় খাবারের সন্ধানে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আসতে শুরু করেছে। এই সুযোগ কাজে লাগাতে পাখি শিকারিরা নানা কৌশলে পাখি শিকার করতে আসছে চলনবিলে।

শিকারিদের প্রতিহত করতে এই সংগঠনের সীমিত সংখ্যক কর্মী হিমশিম খাচ্ছেন জানিয়ে তিনি বলেন, এই কারণে তারা স্থানীয় জনসাধারণকে পাখি শিকারিদের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য নানা কার্যক্রম হাতে নিয়েছেন। জনসচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করছেন।

“পাশাপাশি কেউ যদি পাখি শিকারিদের ধরিয়ে দেন তাহলে তাকে তাৎক্ষণিক একটি করে কম্বল উপহার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।”

আখতারুজ্জামান জানান, এই কর্মসূচি বাস্তবায়নের জন্য সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে একটি দল শুক্রবার ভোর থেকে চলনবিলের ভাগনাগরকান্দি, কালিনগর, নুরপুর, কলম, নিংগইন ও শাহবাজপুর এলাকায় ঘোরেন।

“তারা এসব এলাকার মোড়ে মোড়ে পথসভা করেন এবং পাখি শিকারের বিরুদ্ধে জনমত সৃষ্টি করেন।”

শুক্রবার পাখি শিকারির সন্ধান দেওয়ায় স্থানীয় পাঁচ ব্যক্তিকে পাঁচটি কম্বল উপহার দেওয়া হয়েছে বলে তিনি জানান। 

আখতারুজ্জামান জানান, শীত শেষ না হওয়া পর্যন্ত তারা কম্বল বিতরণের এই কর্মসূচি চালিয়ে যাবেন। সংগঠনের কর্মীরা নিজেরা চাঁদা তুলে এসব কম্বল সংগ্রহ করেছেন।