পৌরসভা নির্বাচন: আ. লীগের একমাত্র নারী প্রার্থী জাকিয়া

প্রথম পর্যায়ে নির্বাচন কমিশন ঘোষিত ২৫টি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের একমাত্র নারী প্রার্থী পঞ্চগড়ের জাকিয়া খাতুন।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Nov 2020, 07:25 PM
Updated : 29 Nov 2020, 07:25 PM

শনিবার রাতে কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ২৫ মেয়র প্রার্থীর নাম প্রকাশ করা হয়।

দলের ২৫ প্রার্থীর মধ্যে রংপুর বিভাগে ৫টি, রাজশাহী বিভাগে ৪টি, খুলনায় ৩টি, বরিশাল বিভাগে ৪টি, ঢাকা বিভাগে ৩টি, ময়মনসিংহ বিভাগে ২টি, সিলেট বিভাগে ৩টি ও চট্টগ্রাম বিভাগে ১টি পৌরসভা রয়েছে। 

এতে নৌকা প্রতীকের চূড়ান্ত মনোনীত প্রার্থী হিসেবে জাকিয়া খাতুনের নাম রয়েছে বলে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট জানান।

তিনি সাংবাদিকদের বলেন, জাকিয়া দলের সভানেত্রীর মনোনীত প্রার্থী। এজন্য যেভাবেই হোক নেতাকর্মীদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গতবারের পরাজয়কে এবার বিজয়ে রুপান্তরিত করতে সবাইকে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে।  

জাকিয়া খাতুন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের সদস্য।

গত পৌরসভা নির্বাচনেও তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন। সেবার বিএনপি প্রার্থীর কাছে পরাজিত হন।

নৌকা প্রতীকে তিনি ভোট পান ৬ হাজার ৭৯৮ ভোট এবং বিএনপির ধানের শীষ প্রতীক পায় ১৩ হাজার ৮৬৮ ভোট।

এদিকে, বর্তমান পৌর মেয়র ও পৌর বিএনপি সভাপতি তৌহিদুল ইসলামকে তাদের প্রার্থী ঘোষণা করেছে।

পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রণিক জানান, কেন্দ্র থেকে তৌহিদুল ইসলাকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে।