যশোরে গলাকেটে ব্যবসায়ীকে হত্যা

যশোরে গলা কাটা অবস্থায় একজনের মরদেহ ভৈরব নদ থেকে উদ্ধার করেছে পুলিশ।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2020, 09:38 AM
Updated : 25 Oct 2020, 09:38 AM

রোববার সকাল ৯টায় সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ঘোনা এলাকায় ভৈরব নদ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গোলাম মোস্তফা (৫৫) ওই ইউনিয়নের সরদার বাগডাঙ্গা গ্রামের পাচু মন্ডলের ছেলে বলে নিহতের ছোট ছেলে হাবিবুর রহমান শনাক্ত করেছেন। নিহত মোস্তফা কাঠের লগ ব্যবসা করতেন।

অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, সকালে এক দল কৃষক ক্ষেত থেকে মূলা তুলে নদে পরিষ্কার করতে গিয়ে কচুরিপনার নিচে চাপা দেওয়া মরদেহ দেখে পুলিশে খবর দেন।

নিহতের বড় জামাই মেহেদী হাসান সবুজ এবং প্রতিবেশী নূর ইসলাম জানান, শনিবার বিকেল ৫টার দিকে তিন পঞ্চাশ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি।

‘তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।’

জামাই মেহেদী বলেন, তার শ্বশুরের তেমন শত্রু নেই। কাঠের ব্যবসা নিয়ে কিছু পাওনাদার আছে। তিনি শ্রমিকদের দেওয়ার জন্য শনিবার ৫০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হন।

মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ বলে জানিয়েছেন যশোর কোতয়ালি থানার ওসি মনিরুজ্জামান।