ফেনীতে মাদক মামলায় রোহিঙ্গা যুবকের কারাদণ্ড

ফেনীতে মাদক মামলায় রহিঙ্গা এক যুবককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2020, 08:03 AM
Updated : 15 Oct 2020, 08:03 AM

বৃহস্পতিবার সকালে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ রায় দেন বলে ফেনী জজ আদালতের রাষ্ট্রপক্ষে আইনজীবী (এপিপি) নিমাই লাল সূত্রধর জানিয়েছেন।

সাজাপ্রাপ্ত কালা মিয়া ওরফে জুবায়ের (২৫) গ্রেপ্তারের সময় কক্সবাজারের উকিয়া উপজেলার কুতুপালং শরনার্থী ক্যাম্পের ব্লক-এ এর  ৪৯ নম্বর সেড এর ১৬৬৪৩ নম্বর এমআরসি ঠিকানা ব্যবহার করেছিলেন।

পরে জামিনে ছাড়া পেয়ে পলাতক রয়েছেন তিনি।

২০১৭ সালের ১৩ অগাস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফতেহপুর রেল ক্রসিং এলাকায় তিন কেজি গাঁজাসহ কালা মিয়া ওরফে জুবায়েরকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পরে ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সোহেল বাদী হয়ে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করেন।

ওই বছরের ৯ অক্টোবর ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এম এ সুফিয়ান কুতুবী অভিযুক্ত কালা মিয়া ওরফে জুবায়েরের বিরুদ্ধে বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালতে শুনানি শেষে আসামি কালা মিয়া ওরফে জুবায়কে দুই বছরের সশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।