এমসি কলেজে ধর্ষণ : রনি, রাজন ও আইনুদ্দিন ৫ দিনের রিমান্ডে

সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আরও তিনজনকে পাঁচদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। 

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2020, 08:49 AM
Updated : 29 Sept 2020, 08:55 AM

এরা হলেন- শাহ মাহবুবুর রহমান রনি, রাজন মিয়া ও আইনুদ্দিন।

মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর হাকিম দ্বিতীয় আদালতের বিচারক মো. সাইফুর রহমান তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন বলে আদালত পুলিশের সহকারী কমিশনার অমূল্য কুমার চৌধুরী জানিয়েছেন।

তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা শাহপরান থানার ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করেন। বিচারক শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার এ মামলার প্রধান আসামি সাইফুর রহমান ও অর্জুন লস্কর ও রবিউল ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে দিয়েছে পুলিশ।    

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে টিলাগড় এলাকার এমসি কলেজে স্বামীর সাথে বেড়াতে আসা ওই  গৃহবধূকে ক্যাম্পাস থেকে তুলে ছাত্রাবাসে নিয়ে ধর্ষণ করেন কয়েকজন ছাত্রলীগ কর্মী।

এ ঘটনায় শনিবার সকালে ওই গৃহবধুর স্বামী বাদী হয়ে শাহপরাণ থানায় ছাত্রলীগ কর্মী সাইফুর রহমানকে প্রধান আসামী করে নয় জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলায় অভিযুক্তরা হলেন, এমসি কলেজ ছাত্রলীগকর্মী সাইফুর রহমান, কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র শাহ মাহবুবুর রহমান রনি, মাহফুজুর রহমান মাছুম, অর্জুন লস্কর ও বহিরাগত ছাত্রলীগ কর্মী রবিউল এবং তারেক আহমদ। এছাড়া অজ্ঞাত আছেন আরও তিনজন। 

শাহপরাণ থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, এ পর্যন্ত মামলায়  সাত জনকে গ্রেপ্তার করা হয়েছে; এর মধ্যে ছয় জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।       

সোমবার রাতে গ্রেপ্তার হওয়া মাহফুজুর রহমান মাসুমকেও আদালতে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।