মাগুরায় সীমানা প্রাচির ভেঙে চাপা পড়ে নিহত ২

মাগুরা শহরের কলেজপাড়ায় সীমানা প্রাচির ভেঙে চাপা পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও দুইজন।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2020, 11:02 AM
Updated : 27 Sept 2020, 11:02 AM

কলেজপাড়ায় ইকরা তালিমুল মাদ্রাসার সামনে পৌরসভার নালা নির্মাণের সময় রোববার বেলা সাড়ে ১১টার দিকে দেয়ালটি ভেঙে পড়ে বলে জেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহাগুজ্জামান জানান।

নিহতরা হলেন সদর উপজেলার আলিধানী গ্রামের আমিরুল ইসলামের ছেলে রোমান হোসেন (৩০) ও নিজনান্দুয়ালী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রাসেল (২২)।

আহত দুইজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সোহাগুজ্জামান বলেন, নির্মাণকাজ চলার সময় ওই এলাকার রোকেয়া বেগম নামে এক বাসিন্দার বাড়ির পশ্চিম দিকের সীমানা প্রাচির ভেঙে পড়ে। এতে চাপা পড়ে রোমান ঘটনাস্থলে মারা যান। আর রাসেল মারা যান হাসপাতালে নেওয়ার পর।

এছাড়া এ ঘটনায় আহত আরও দুইজনকে ফায়ার সার্ভিসকর্মীরা উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করিয়েছেন বলে জানান তিনি।

আহতরা হলেন রমজান (২২) ও শাকিল (২৩) নামে দুই শ্রমিক। তারাও সেখানে নির্মাণের কাজ করছিলেন।

সদর থানার ওসি জয়নাল আবেদীন বলেন, “এটি একটি দুর্ঘটনা। পুলিশ তদন্ত করছে। আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”