নারায়ণগঞ্জে মসজিদে বিদ্যুৎস্পৃষ্টে স্যানেটারি মিস্ত্রির মৃত্যু

নারায়ণগঞ্জের এক মসজিদের ওজুর পানির লাইন মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্যানেটারি মিস্ত্রির মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2020, 11:19 AM
Updated : 18 Sept 2020, 11:19 AM

শুক্রবার সকাল ১০টার দিকে শহরের ২ নম্বর বাবুরাইল এলাকায় বাইতুল ফালাহ্ জামে মসজিদে এ দুর্ঘটনায় মসজিদটির মুয়াজ্জিন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নিহত মনির হোসেন (৬০) শহরের বাবুরাইল এলাকার আব্দুল মজিদের ছেলে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, সকাল ১০টার দিকে শহরের ২ নম্বর বাবুরাইল এলাকায় বাইতুল ফালাহ্ জামে মসজিদের তৃতীয় তলায় পানির পাইপ লাইন রড দিয়ে খুঁচিয়ে পরিষ্কার করছিলেন স্যানেটারি মিস্ত্রি মনির হোসেন। লোহার রড দিয়ে পাইপ লাইনে খোঁচা দেওয়ার সময় রডের অপর প্রান্ত বৈদ্যুতিক তারের সাথে লেগে যায়। এতে মনির তৃতীয় তলার পানির ট্যাঙ্কের ওপর থেকে নিচে দোতলায় পড়ে যান।

বিদ্যুৎতাড়িত হয়ে মনিরের শরীর ঝলসে যায় জানিয়ে তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মনিরের মৃত্যু হয়।

এ ঘটনায় মুয়াজ্জিন সোলায়মানকে আহত হয়েছে। তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলেন তিনি।

দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।