জামালপুরে কৃষক হত্যা মামলায় এক জনের মৃত্যুদণ্ড

জামালপুরে কৃষক মমিন হত্যা মামলার একজনের মৃত্যুদণ্ড এবং একই পরিবারের আরও  পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2020, 10:20 AM
Updated : 9 Sept 2020, 10:20 AM

জেলা ও দায়রা জজ বিচারক মো. জুলফিকার আলী খান বুধবার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আনসার আলী প্রমাণিকের বাড়ি সদর উপজেলার কুমারগাতী গ্রামে।

যাবজ্জীবন প্রাপ্তরা হলেন- কলম প্রমাণিক (৪৫), আনসার আলী প্রমাণিকের স্ত্রী শাবজান (৩৩), কলম প্রমাণিকের স্ত্রী সাইবানু (৪০), কলম প্রমাণিকের দুই ছেলে শাহীন (২৩) ও সাইদুল (১৯)।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। তারা পলাতক রয়েছেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান।

আনসারকে মৃত্যুদণ্ডের বিচারক পাশাপাশি ৩০ হাজার টাকা এবং বাকিদের যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মামলার বরাতে তিনি বলেন, ২০০৭ সালের ১৬ জুন সদর উপজেলার কুমারগাতী গ্রামে পারিবারিক বিরোধে আব্দুর রইচের ছেলে কৃষক মমিনকে (২২) পিটিয়ে ও কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরে মমিন জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ জুন মারা যায়।

এ ঘটনায় মমিনের বাবা বাদী হয়ে ছোট ভাই আনসার আলী প্রমাণিকসহ ছয়জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে।