চুরির অভিযোগে নির্যাতন: সাতক্ষীরায় গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরার তালা উপজেলায় চুরির অভিযোগ তুলে নির্যাতনে আহত এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামীও আহত হয়েছেন।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2020, 09:34 AM
Updated : 25 August 2020, 09:34 AM

তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, মঙ্গলবার সকালে ওই গৃহবধূর মৃত্যু হয়।  

মহান্দি বাজারে সোমবার বিকালে এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহত নাসিমা বেগম (৩৮) ওই এলাকার নাজের শেখের স্ত্রী।

নিহতের পরিবারের বরাতে ওসি বলেন, “পাট চুরির অভিযোগ তুলে মহান্দি বাজারে নাজেরকে প্রতিবেশীরা মারধর করলে নাসিমা এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিবেশী মিন্টু মোড়ল, মনিরুল মোড়ল ও তার স্ত্রী হোসনেয়ারা বেগম ও তার দুবোন আমেনা ও জামেলা বেগম নাসিমাকে মাথায় কুপিয়ে ও পিটিয়ে জখম করে। 

পরে এলাকার লোকজন নাসিমাকে উদ্ধার করে মহান্দি বাজারের গ্রাম্য ডাক্তার শহিদুল মোল্লার কাছে চিকিৎসা করাতে নিয়ে যায়।

সেখান থেকে থেকে বাড়ি আনার পর মঙ্গলবার সকালে নাসিমা মারা যান বলে জানা্ন ওসি মেহেদী।

লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।