কিশোরগঞ্জে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল দুই কিশোরের

কিশোরগঞ্জে এক ডোবার পানিতে পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে দুই কিশোর মারা গেছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2020, 01:49 PM
Updated : 10 August 2020, 01:49 PM

সোমবার দুপুরে বাজিতপুর উপজেলার বলিয়ারদী ইউনিয়নের সাপলেঞ্জা গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

নিহতরা হচ্ছে ওই গ্রামের হাবলু মিয়ার ছেলে নাঈম (১৫) এবং মোশারফ হোসেনের ছেলে সিয়াম (১৪)।

এ ঘটনায় তাদের আরো দুই বন্ধু আহত হয়ে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। 

প্রতীকী ছবি

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাজিতপুর থানার ওসি মাজহারুল ইসলাম জানান, ঘটনার সময় সিয়াম ও তার তিন বন্ধু ইঞ্জিন চালিত এক রিকশাভ্যানে করে ঘুরতে বের হয়েছিল। সিয়াম রিকশাভ্যানটি চালাচ্ছিল। এক সময় নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাভ্যানটি পাশের জলমগ্ন এক খাদে পড়ে যায়। ওই খাদে আগে থেকে পল্লী বিদ্যুতের লাইনের তার ছিঁড়ে পানিতে পড়ে ছিল। এতে চার বন্ধু বিদ্যুৎস্পৃষ্ট হয়।

সিয়াম ও নাঈম ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয় লোকজন আহত দুই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে জানান তিনি।

এ ব্যাপারে বাজিত থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে ওসি জানিয়েছেন।