সিলেটে মোটরসাইকেলে বোমাসদৃশ বস্তু ঘিরে র‌্যাব-পুলিশ

সিলেট নগরীর চৌহাট্টায় পুলিশের একটি মোটরসাইকেলে বোমাসদৃশ একটি বস্তু ঘিরে রেখেছে র‌্যাব ও পুলিশ।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2020, 04:50 PM
Updated : 5 August 2020, 05:09 PM

বুধবার রাত পৌনে ৮টা থেকে আইনশৃঙ্খা বাহিনী ঘটনাস্থলটি ঘিরে রাখে এবং ওই সড়কে যান চলাচল বন্ধ করে দৌয়া হয় বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জ্যোতির্ময় সরকার।

সিলেট নগরীর চৌহাট্টায় বোমাসদৃশ্য বস্তুসহ পুলিশের একটি মোটরসাইকেল ঘিরে রেখেছে র‌্যাব ও পুলিশ

পরে তাদের সঙ্গে র‌্যাব-৯ এর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট যোগ দিয়েছে জানিয়ে তিনি বলেন, “রাত পৌনে ৯টার দিকে র‌্যাবের টিম ঘটনাস্থলে আসে। তারা ঘটনাস্থলের আশপাশের এলাকায় সতর্ক নজর রাখছেন।”

জ্যোতির্ময় সরকার বলেন, সন্ধ্যায় চৌহাট্টা এলাকার ট্রাফিক পুলিশ সার্জেন্টের একটি মোটরসাইকেলে সন্দেহজনক বোমা সাদৃশ্য ডিভাইস লাগানো দেখে সার্জেন্ট চয়ন নাইডু পুলিশকে খবর দেন। 

সিলেট নগরীর চৌহাট্টায় পুলিশের একটি মোটরসাইকেলে বোমাসদৃশ্য বস্তু দেখা গেছে

“তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন। তাদেরও সন্দেহ হওয়ায় পরে মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে জায়গাটিকে ফিতা টেনে ঘিরে রাখেন।”

জ্যোতির্ময় সরকার বলেন, এ ঘটনায় চৌহাট্টা-জিন্দাবাজার সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল কাজ শুরু করেছে।