সাতক্ষীরায় ‘গোলাগুলিতে’ মাদকের আসামি নিহত

সাতক্ষীরায় মাদক আইনের দশ মামলার এক আসামির লাশ উদ্ধার করে পুলিশ বলছে, তিনি ‘দুই পক্ষের গোলাগুলিতে’ নিহত হয়েছেন।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2020, 04:28 AM
Updated : 30 July 2020, 07:19 AM

বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের কয়ারবিলে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দীন জানান।

নিহত লিয়াকত সরদার (৪৫) সদর উপজেলার তলুইগাছা গ্রামের মোসলেম সরদারের ছেলে।

পুলিশ বলছে, লিয়াকত একজন ‘শীর্ষ মাদক বিক্রেতা’। তার বিরুদ্ধে সদর থানায় দশটি মাদকের মামলা রয়েছে।

সালাউদ্দীন বলেন, মাদক বিক্রেতাদের দুই পক্ষের গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় সেখানে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদকের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে মাদক বিক্রেতাদের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

এ ছাড়া ঘটনাস্থল থেকে রিভলবার, গুলি, ৫০ বোতল ফেন্সিডিল ও ২০০টি ইয়াবা উদ্ধারের কথাও জানান এ পুলিশ কর্মকর্তা।