মেঘনার মোহনায় ট্রলারডুবি, নিখোঁজ ৩ জেলের লাশ উদ্ধার

নোয়াখালীর হাতিয়ায় মেঘনার মোহনায় মাছধরা ট্রলারডুবিতে নিঁখোজ তিন জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2020, 03:21 PM
Updated : 15 July 2020, 03:21 PM

কোস্ট গার্ডের হাতিয়া স্টেশন ইনচার্জ লেফটেন্যান্ট বিশ্বজিৎ বড়ুয়া জানান, মঙ্গলবার রাতে গাঙ্গরিয়ার চর এলাকায় মেঘনার মোহনায় এ ট্রলারডুবির ঘটনা ঘটে; রাত থেকে বুধবার সকাল পর্যন্ত সময়ে তিন জেলের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা গ্রামের নিরঞ্জন দাসের ছেলে শুকলব দাস (২৫), নোয়াপাড়া গ্রামের অর্জুন চন্দ্র দাসের ছেলে সৌরভ দাস (২৩) ও হাতিয়ার চরকিং ইউনিয়নের দাসপাড়ার মনিন্দ্র কুমার দাসের ছেলে প্রাণনাথ দাস (৫০)।

এছাড়া ১১ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের বাড়ি সুবর্ণচর উপজেলায় বলে কোস্ট গার্ড জানায়।

ডুবে যাওয়া ট্রলারের মালিক শ্রীরাম দাস জানান, মঙ্গলবার রাতে ১৪ জেলে মাছ ধরে ফিরছিলেন। গাঙ্গরিয়ার চর এলাকার বঙ্গপোসাগরে মেঘনার মোহনায় ঢেউয়ের তোড়ে তাদের ট্রলারটি ডুবে যায়।

“এ সময় কাছাকাছি থাকা কয়েকটি ট্রলার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত তিন জনের মরদেহ এবং জীবিত ১১ জেলেকে উদ্ধার করে।”

কোস্ট গার্ড কর্মকর্তা জানান, বিকাল সাড়ে ৪টার দিকে মৃত এবং জীবিত জেলেদের নিয়ে একটি ট্রলার হাতিয়ার চেয়ারম্যান ঘাটে পৌঁছে। এরপর মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

লেফটেন্যান্ট বিশ্বজিৎ আরও জানান, মধ্যরাতের দিকে ট্রলারডুবির খবর পেয়েই কোস্ট গার্ড ঘটনাস্থলে রওয়া হলেও তারা পৌঁছার আগেই ডুবে যাওয়া ট্রলারসহ ১১ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

চেয়ারম্যানঘাটে পৌঁছে পুলিশের সহায়তায় জীবিত জেলেদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান।