কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ নিহত

ঢাকার কেরানীগঞ্জে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছে।

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2020, 04:35 PM
Updated : 11 July 2020, 04:35 PM

শনিবার দুপুর ২টার দিকে উপজেলার সোনাকান্দা পুলিশ ফাঁড়ির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. খাইরুল ইসলাম (২৬) মুন্সিগঞ্জের সিরজদিখান উপজেলাট আরমোহন গ্রামে মো. শাজাহান শেখের ছেলে। দুই বছর আগে রেঞ্জ রিজার্ভ পুলিশ (আরআরএফ) থেকে সোনাকান্দা পুলিশ ফাঁড়িতে যোগ দিয়েছিলেন তিনি।

এ দুর্ঘটনায় আহত অপর পুলিশ কনস্টেবল মো. মাসুদ রানাকে (২২) বাংলাদেশ ডেন্টাল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 

কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আসাদুজ্জামান টিটু বলেন, সোনাকান্দা পুলিশ ফাঁড়ির ওই দুই কনস্টেবল মোটরসাইকেলে করে সরকারি ডাক নিয়ে যাচ্ছিলেন। তারা ফাঁড়ি থেকে বের হয়ে ১০০ গজ সামনে যাওয়ার পর বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক খাইরুল ইসলাম ও আরোহী মাসুদ দুইজনই ছিটকে পড়েন।

গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে রুহিতপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক খাইরুলকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

তবে অটোরিকশাটি আটক করতে পারেনি পুলিশ।