করোনাভাইরাসে মারা গেলেন ফেনীর সিভিল সার্জন

ফেনীর সিভিল সার্জন সাজ্জাদ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2020, 03:59 PM
Updated : 7 July 2020, 04:07 PM

মঙ্গলবার বিকাল ৫টা ৪০ মিনিটে রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে ফেনীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন এএসএম মাসুদ রানা জানান।

মাসুদ রানা জানান, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর প্রথমে ডা. সাজ্জাদ হোসেন (৫০) ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মধ্যম লেমুয়া গ্রামে তার বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন আরও জানান, গত ১২ জুন শুক্রবার নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের পরীক্ষাগার থেকে পাঠানো প্রতিবেদনে সিভিল সার্জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়। এরপর বাড়িতে আইসোলেশনে ছিলেন।

অবস্থার অবনতি হলে গত ১৪ জুন তাকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান ডা. মাসুদ।

তিনি বলেন, অবস্থার আরও অবনতি হলে তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে গত ১৮ জুন তাকে রাজধানীতে পাঠানো হয়। অবস্থা আরও খারাপ হওয়ায় ১ জুলাই ডা. সাজ্জাদ হোসেনকে ভেন্টিলেশনে নেওয়া হয়। সেখানে সাত দিন চিকিৎসাধীন থেকে মারা যান তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে রেখে গেছেন।

ডা. সাজ্জাদের মরদেহ ঢাকা থেকে ফেনীর লেমুয়া গ্রামের বাড়িতে আনা হবে। সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে স্বজনরা জানিয়েছেন।