বুড়িগঙ্গায় লঞ্চডুবি: স্বজনের আহাজারি মিরকাদিম ঘাটে

ঢাকার শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবিতে স্বজন হারানো মানুষের কান্নায় ভারী হয়ে উঠেছে মুন্সীগঞ্জের মিরকাদিম ঘাটের পরিবেশ।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2020, 01:21 PM
Updated : 29 June 2020, 06:02 PM

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ‘অর্ধশতাধিক যাত্রী নিয়ে’ মর্নিং বার্ড নামের এ লঞ্চটি ডুবে যাওয়ার পর কয়েকজন যাত্রী সাঁতরে কূলে উঠলেও আটকা পড়েন অনেকেই; এরইমধ্যে উদ্ধার করা হয়েছে ৩০ জনের লাশ।

বিআইডব্লিউটিএ জানায়, এমএল মর্নিং বার্ড মুন্সিগঞ্জের কাঠপট্টি থেকে যাত্রী নিয়ে সদরঘাটের দিকে আসছিল। শ্যামবাজারের কাছে নদীতে চাঁদপুর থেকে আসা ময়ূর-২ লঞ্চের ধাক্কায় সেটি ডুবে যায়।

ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী, কোস্ট গার্ড, নৌ পুলিশ ও বিআইডব্লিউটিএর কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। 

দুর্ঘটনার পর স্বজনরা মিরকাদিম ঘাট এলাকায় ভিড় জমিয়েছেন। কেউ এসছেন স্বজনের মরদেহ নিতে; কেউ এসেছেন নিখোঁজ স্বজনের খোঁজে। তাদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে। 

সাঁতরে কূলে আসা কয়েকজন মুন্সীগঞ্জের মিরকাদিম ফিরে এসেছেন বলে শোনা গেলেও তাদের পরিচয় কিংবা সংখ্যা জানা যায়নি।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার বলেন, “আমরা শুনেছি লঞ্চে ৬০ থেকে ৭০ জন যাত্রী ছিল। উদ্ধার কাজ চলছে। মারা যাওয়া যাত্রীদের অধিকাংশই মুন্সীগঞ্জের।”