গাজীপুরে খামার থেকে ‘১৪টি বিদেশি গরু লুট’

গাজীপুরে এক খামার থেকে ‘১৪টি বিদেশি গরু লুট করে ট্রাকে করে নিয়ে’ গেছে ডাকাতরা।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2020, 02:49 PM
Updated : 25 June 2020, 02:49 PM

বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের শ্রীপুর-সাতখামাইর সড়কের গাড়ারণ এলাকার ময়না ডেইরি ফার্মে এ ডাকাতি হয়।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান জানান, এ ঘটনা পরপরই পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

নিরাপত্তা প্রহরী ও কর্মচারীদের বরাত দিয়ে ময়না ডেইরি ফার্মের মালিক আব্দুল কাইয়ুম জানান, প্রতিদিনের মত ফার্মের নিরাপত্তার দায়িত্বে একজন নিরাপত্তা প্রহরী ও দুইজন কর্মচারীকে রেখে তিনি বাড়িতে চলে যান।

“রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে প্রধান ফটকের তালা কেটে ১৫/১৬ জনের সংঘবদ্ধ ডাকাত দল ফার্মে ঢুকে নিরাপত্তা প্রহরী আব্দুস সাত্তার, কর্মচারী হেলাল উদ্দিন ও মহিদুল ইসলামের হাত, পা ও চোখ বেঁধে এবং মুখে কাপড় গুজে দেয়।তাদের মোবাইল ফোনও কেড়ে নেয় ডাকাত দল।

“ডাকাত দল শেডের তালা খুলে পাঁচটা ষাঁড়, দুটি গাভী ও মাঝারী সাইজের চারটা বাছুরসহ ১৪টি গরু ট্রাকে উঠিয়ে নিয়ে যায়।”

লুট হওয়া গরুগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা বলছেন এ খামারী।