কোভিড-১৯ আক্রান্ত রাজশাহীর এমপি এনামুল হক

রাজশাহী-৪ (বাগমারা) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এনামুল হক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2020, 05:55 PM
Updated : 24 June 2020, 05:55 PM

তার একান্ত সহকারী জিল্লুর রহমান জানান, বুধবার তার নমুনা পরীক্ষার ফলাফলে করোনাভাইরাস শনাক্ত হয়। তিনি বর্তমানে ঢাকার আদাবর ৩ নম্বর সড়কের বাসায় অবস্থান করছেন। বাসায় থেকেই চিকিৎসা নেবেন। 

জিল্লুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার (২১ জুন) এনামুল হক ঢাকা থেকে তার নির্বাচনী এলাকায় যান। ওইদিন তিনি ছয়টি অনুষ্ঠানে অংশ নেন। পরদিন শারীরিকভাবে অসুস্থ বোধ করলে ঢাকায় ফিরে যান।

“ঢাকায় ফিরে ওইদিনই চিকিৎসা নেন। মঙ্গলবার (২৩ জুন) তিনি নমুনা দেন। বুধবার নমুনা পরীক্ষায় পজিটিভ ফল আসে।”

এদিকে, বুধবার রাত ১০টার দিকে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিজের ফেসবুক পেজেও জানান সাংসদ এনামুল হক।

এতে তিনি লিখেছেন, “গতকাল (২৩ জুন) নমুনা পরীক্ষার পর আজ আমার করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আপনারা কেউ বিচলিত হবে না, আমি নিজ বাসায় থেকে সর্বোচ্চ সতর্কতার সাথে চিকিৎসা নিচ্ছি।”