ফরিদপুরে আগুনে পুড়ল সাতটি দোকান

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক বাজার এলাকায় সাতটি দোকান আগুনে পুড়ে গেছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2020, 02:20 PM
Updated : 23 June 2020, 02:20 PM

মঙ্গলবার দুপুর ২টার দিকে আলফাডাঙ্গা উপজেলা সদরের বাজারের চৌরাস্তা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফরিদপুরের বোয়ালমারী থেকে ফায়ার সার্ভিস দুই ঘণ্টার চেষ্টায় বিকাল সোয়া ৪টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।

আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হল, নুরুল মেডিসিন কর্ণার, ইমরান টেলিকম, পিয়া স্টোর, পাইকারি মুদী ব্যবসায়ী গৌরাঙ্গ দোকান,  সিরাজ মিয়ার একটি চায়ের দোকান, পলাশ মৃধার বিকাশের দোকান ও গৌতম বিশ্বাসের সেলুন।

নূরুল মেডিসিন কর্নারের ইয়াছিন আরাফাত জানান, আগুনে নগদ ৫০ হাজার টাকাসহ ব্যাপাক ক্ষতি হয়েছে।

আলফাডাঙ্গা বাজার বণিক সমিতির সহ-সভাপতি কামরুল ইসলাম বলেন, আগুনে ব্যবসায়ীর প্রচুর ক্ষতি হয়েছে।

“ক্ষতির পরিমাণ ৫০ লাখ টাকার নিচে হবে না।”

বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশনের লিডার ওহিদুজ্জামান খান জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চায়ের দোকানের চুলা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।”

আলফাডাঙ্গার ওসি রেজাউল করীম বলেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সদস্যদের সাহায্য করেছে পুলিশ।

উপজেরা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, ওসি রেজাউল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, আলপাডাঙ্গা পৌরসভার মেয়র ইফার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।