নারায়ণগঞ্জে অপহরণের ৮ দিন পর যুবককে উদ্ধার

নারায়ণগঞ্জে অপহৃত এক যুবককে উদ্ধার এবং দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2020, 03:15 PM
Updated : 20 June 2020, 03:19 PM

শনিবার বিকালে র‌্যাব-১১’র অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকায় শুক্রবার বিকালে অভিযান চালিয়ে দুই লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করা যুবককে উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

উদ্ধার মো. রাসেল (২৮) সিদ্ধিরগঞ্জের বাসিন্দা।

গ্রেপ্তাররা হলেন আল আমিন (২৪) ও তার স্ত্রী ইরা ইসলাম (২২)।  তাদের বাড়ি চট্টগ্রাম জেলার সন্দীপ থানাধীন সাতঘরিয়া এলাকায়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১’র অধিনায়ক লে কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, গত ১১ জুন সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড (শিমরাইল মোড়) থেকে রাসেলকে অপহরণ নিয়ে যায় আসামিরা। ভাড়া করা এক ফ্ল্যাটে হাত-পা ও চোখ বেঁধে রাসেলকে নির্যাতন করেন তারা।  এছাড়াও তারা রাসেলের পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা চান। ১৫ জুন রাতে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা তাদের কাছে পাঠানো হয়।

গত ১৮ জুন অপহৃত রাসেলের মা র‌্যাব-১১তে  এ বিষয়ে একটি অভিযোগ দেন। এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার ও অপহরণকারী চক্রের ওই দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে।

র‌্যাব অধিনায়ক আরো জানান, তারা পেশাদার অপহরণকারী চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জে অপহরণ করে আসছিলেন তারা।  

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।