বরিশালে করোনাভাইরাস আক্রান্ত চিকিৎসকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বরিশালের জেনারেল হাসপাতালের এক চিকিৎসক মারা গেছেন।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2020, 02:34 PM
Updated : 19 June 2020, 02:34 PM

শুক্রবার বিকাল পৌনে ৬টার দিকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

৫৮ বছর বয়সী চিকিৎসক এমদাদুল্লাহ খান বরিশাল জেনারেল হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের সিনিয়র কনসালেটেন্ট ছিলেন। তিনি হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইনডোর ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা. সুদীপ হালদার জানান, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে চিকিৎসক এমদাদুল্লাহ খান বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টার দিকে হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে ভর্তি হন।

“তার প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দিলে শুক্রবার তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বিকালে তিনি মারা যান।”

তবে তিনি কীভাবে আক্রান্ত হলেন তার বিস্তারিত জানা যায়নি।