বগুড়ায় পুলিশ সদস্যের মৃত্যুর পর কোভিড-১৯ শনাক্ত

বগুড়ায় এক পুলিশ সদস্যের মৃত্যুর পর করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 June 2020, 02:19 PM
Updated : 19 June 2020, 02:19 PM

বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী একথা জানিয়েছেন।  

মৃত ফয়সাল আলম (৩৮) বগুড়া সদর থানার নারুলী পুলিশ ফাঁড়িতে কন্সটেবল হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ীর  রাজাবাড়ী হাটের রানীনগর গ্রামে।   

সনাতন চক্রবর্তী জানান, ফয়সাল আলম বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে বুকে ব্যথা নিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে বগুড়া পুলিশ হাসপাতালে নেওয়া হয়।

“সেখানে অবস্থার অবনতি ঘটলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত পৌনে ৩টায় তিনি মারা যান।”

তিনি বলেন, মৃত্যুর পর তার কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা করে পজিটিভ পাওয়া গেছে।