ফরিদপুরে করোনাভাইরাসে মুক্তিযোদ্ধাসহ ৩ জনের মৃত্যু

ফরিদপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো তিনজন মারা গেছেন।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2020, 04:16 PM
Updated : 15 June 2020, 04:16 PM

সোমবার মারা যাওয়া এ তিন জনের মধ্যে এক মুক্তিযোদ্ধা রয়েছেন বলে জানান ইউএনও।

ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও রকিবুর রহমান খান জানান, ফরিদপুরের করোনাভাইরাসের জন্য ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুক্তিযোদ্ধা মোসলেমউদ্দিন (৭০)।

প্রয়াত মুক্তিযোদ্ধা ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রামের বাসিন্দা। ওই এলাকার আব্দুল্লাবাদ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ছিলেন তিনি।

সোমবার বিকালে পারিবারিক কবরাস্থানে স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ দাফন দেওয়া হয়।

ইউএনও রকিবুর জানান, এ দিন তার কার্যালয়ে কর্মরত ২০তম আনসার ব্যাটালিয়ানের এক সদস্য (৫৫) মারা গেছেন। গত বৃহস্পতিবার তার করোনাভাইরাস শনাক্ত হয়।

তার বাড়ি গাইবান্দা জেলার পলাশবাদী উপজেলার খামার নড়াইল গ্রামে।

এছাড়া, সদরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার জানান, ১৭ রশি এলাকায় এক ব্যক্তি সোমবার সন্ধ্যায় মারা গেছেন।  তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাচ দিন ফরিদপুরে মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন ।

“তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার কথা বলে সদরপুরে তার বাড়িতে নিয়ে আসে, পরে আজ সন্ধ্যায় তার মৃত্যু হয় ।”

তিনি জানান, তার স্ত্রী ও ছোট ছেলেরও করোনাভাইরাস পজিটিভ হওয়ায় চিকিৎসাধীন রয়েছেন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছীদ্দিকুর রহমান জানান, জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৮ জন মারা গেছেন ।

“জেলায় সোমবার পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ৮৬১ জন।”