কক্সবাজারে দেড় লাখ ইয়াবাসহ আটক ৩

কক্সবাজারে পাচারকালে দেড় লাখ ইয়াবাসহ তিনজনকে আটক করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2020, 12:47 PM
Updated : 15 June 2020, 01:27 PM

সোমবার বিকালে উখিয়ার উপজেলার রাজাপালং ইউনিয়নের তুলাতলী এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।

আটকরা হলেন, উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের করইবুনিয়ার মো. হাকিম আলীর ছেলে মোহাম্মদ জোবায়ের (২১) ও আলী হোসেনের ছেলে মোহাম্মদ বাপ্পী (২০) এবং রাজাপালং ইউনিয়নের পূর্ব ডিগলিয়ার ছৈয়দ আলমের ছেলে মো. শেখ আনোয়ার (২০)।

লে. কর্নেল হায়দার বলেন, সোমবার বিকালে কতিপয় মাদক ব্যবসায়ী মিয়ানমার থেকে ইয়াবার বড় চালান নিয়ে আসার খবরে বিজিবির একটি দল উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুলাতলী এলাকায় অবস্থান নেয়। এক পর্যায়ে তুলাতলি থেকে কুতুপালংমুখী সন্দেহভাজন একটি ইজিবাইক (টমটম) আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেয়। এ সময় গাড়িতে থাকা ৩/৪ জন লোক নেমে দৌঁড়ে পালানোর চেষ্টা করে।

“বিজিবির সদস্যরা তাদের ধাওয়া দিয়ে আটক করতে সক্ষম হয়। পরে গাড়ি থেকে তাদের সঙ্গে আনা একটি বস্তা পাওয়া যায়। বস্তাটির ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় এক লাখ ৫০ হাজার ইয়াবা। “

আটকদের বিরুদ্ধে উখিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান বিজিবির এ অধিনায়ক।