করোনাভাইরাস: কর্মকর্তা আক্রান্ত, ২ ব্যাংক অবরুদ্ধ

কুষ্টিয়ার দুইটি ব্যাংক অবরুদ্ধ করেছে কর্তৃপক্ষ, চার কর্মকর্তাসহ একজন অফিস সহকারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায়।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2020, 10:41 AM
Updated : 15 June 2020, 11:06 AM

রোববার দুপুরে ব্যাংক দুটির শাখায় অবরুদ্ধ সংক্রান্ত এ নোটিশ দেওয়া হয়েছে।

ব্যাংকের শাখা দুটি হল- পূবালী ব্যাংক লিমিডেট কুষ্টিয়া শাখা ও ইসলামী ব্যাংক লিমিটেড পোড়াদহ শাখা।

পূবালী ব্যাংক কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক মো. শাহ আলম বলেন, “আমাদের একজন জুনিয়র অফিসার পুরুষ ও একজন নারী ক্যাশ অফিসার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ বিষয়টি বৃহস্পতিবার রাতে আমরা অবগত হওয়ার পরে এ সিদ্বান্ত নেওয়া হয়েছে।”

নাম প্রকাশ না করার শর্তে ইসলামী ব্যাংক কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ শাখার এক কর্মকর্তা বলেন, তাদের একজন অফিসার ও অফিস সহকারীর করোনাভাইরাস শনাক্ত হওয়ার কারণে রোববার থেকে ইসলামী ব্যাংকের কুষ্টিয়ার পোড়াদহ শাখা লকডাউন ঘোষণা করা হয়েছে। পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত এই শাখা বন্ধ থাকবে বলে আমাদের জানানো হয়েছে।”

কুষ্টিয়া সিভিল সার্জন ডা: এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার পুবালী ব্যাংক কুষ্টিয়া শাখার দুইজন ও বাংলাদেশ ইসলামী ব্যাংক পোড়াদহ শাখার দুইজন কোভিড-১৯ পজেটিভ হওয়ায় ব্যাংকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে স্বাস্থ্যবিধি অনুসারে শাখা দুটি লকডাউন করার পরামর্শ দেওয়া হয়েছে।