নীলফামারীতে মৃতের নমুনায় ফল পজিটিভ

নীলফামারীতে জ্বর নিয়ে মারা যাওয়া এক ব্যবসায়ীর নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2020, 01:38 PM
Updated : 12 June 2020, 06:48 PM

শুক্রবার জেলার সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন জানান, জেলা সদরে গত ৯ জুন মারা যাওয়া এ মুদি দোকানদার (৫৫) করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বলে প্রতিবেদন পেয়েছেন। এ নিয়ে জেলায় এ রোগে মারা গেলেন পাঁচ জন।

প্রয়াতের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি বালারহাট গ্রামে হলেও ১৫ বছর ধরে পরিবার নিয়ে নীলফামারীর সোনারায় ইউনিয়নের বাবুরহাটে মুদি ব্যবসা করছিলেন।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেবুল হোসেন জানান, মৃত্যুর একদিন আগে গত সোমবার স্বাস্থ্য বিভাগের লোকজন তার নমুনা সংগ্রহ করে।

“মঙ্গলবার সকালে তার শ্বাসকষ্ট শুরু হলে দুপুর ১২টার দিকে ইজিবাইকে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

স্বাস্থ্য বিধি মেনে তার লাশ মাইক্রোবাসে করে কুড়িগ্রামে নিয়ে দাফন করা হয় বলে ডা. রাশেবুল জানান।

স্বাস্থ্য বিভাগ জানায়, গত ৭ এপ্রিল জেলার কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। ২৮ মে পর্যন্ত এ জেলায় শনাক্তের সংখ্যা ছিল ১০৮ জন। ২৮ মে-এর পর ১১ জুন পর্যন্ত ১১৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

ছয় উপজেলায় শনাক্তদের মধ্যে নীলফামারী সদরে ৭২ জন, ডিমলা উপজেলায় ৪২, জলঢাকা উপজেলায় ৪১, সৈয়দপুর উপজেলায় ৩০, ডোমার উপজেলায় ২৭ ও কিশোরগঞ্জ উপজেলায় ১৫ জন শনাক্ত হয় বলেও স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।