করোনাভাইরাস: কিশোরগঞ্জে দুই র‌্যাব কর্মকর্তা আক্রান্ত

কিশোরগঞ্জের র‌্যাবের ভৈরব ক্যাম্পের অধিনায়ক ও সহ-অধিনায়ক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2020, 01:00 PM
Updated : 12 June 2020, 01:00 PM

শুক্রবার জেলার সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানান, র‌্যাবের এ ক্যাম্পের অধিনায়ক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের এবং সহ-অধিনায়ক চন্দন দেবনাথ ভৈরব উপজেলা সদরে সড়ক ও জনপথের ডাক বাংলোয় চিকিৎসকদের তত্ত্বাবধানে আইসোলেশানে আছেন।

“তাদের দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।”

জেলা সদরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত ফলাফলে তাদের নমুনায় করোনাভাইরাস পজেটিভ পাওয়া যায়।

তারা ছাড়া সর্বশেষ প্রাপ্ত কোভিড-১৯ প্রতিবেদনে কিশোরগঞ্জের ১৩টি উপজেলায় নতুন ৫২ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। যাদের মধ্যে এক মৃতের নমুনায় এ ভাইরাস শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানায়।

“এ নিয়ে জেলায় ৮১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত এবং ১৭ জনের মৃত্যু হল।”