মেহেরপুরে নিয়মিত আদালত চালুর দাবিতে আইনজীবীদের মানববন্ধন

মেহেরপুরে সামাজিক দূরত্ব মেনে সব শ্রেণির আদালত আবার নিয়মিত চালুর দাবিতে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি।

মেহেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 June 2020, 08:10 AM
Updated : 9 June 2020, 01:39 PM

অনলাইন আদালত বর্জন করে মঙ্গলবার বেলা ১২টার দিকে  আইনজীবীরা শহরের আদালত মোড়ে জেলা আইনজীবী ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন।

সমিতির সভাপতি মারুফ আহম্মেদ বিজন, সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ নাসিমসহ অন্য সদস্যরা এক ঘণ্টার এই কর্মসূচিতে অংশ নেন।

মারুফ আহম্মেদ বলেন, ৩১ মে পর্যন্ত অনলাইনে আদালত পরিচালনার নির্দেশনা ছিল। কিন্তু এর মেয়াদ বাড়িয়ে ১৫ জুন পর্যন্ত করা হয়েছে। মেয়াদ না বাড়িয়ে আইনজীবীরা সামজিক দূরত্ব মেনে নিয়মিত সব আদালত চালুর দাবি জানিয়েছেন। ভার্চুয়াল আদালতের অনেক ক্ষেত্রেই অসুবিধা হচ্ছে বলে তিনি জানান।