সুনামগঞ্জে কোভিড-১৯ রোগীর মৃত্যু

সুনামগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2020, 11:49 AM
Updated : 6 June 2020, 11:49 AM

শনিবার সকালে ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণেশপুর গ্রামে বাড়িতেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।

ডা. শামস উদ্দিন জানান, কয়েক দিন আগে ৬৫ বছর বয়সী ওই ব্যক্তি ‘করোনাভারাসের উপসর্গ থাকায়’ নমুনা জমা দেন। গত বৃহস্পতিবার রাতে তার নমুনার ফলাফল পজেটিভ আসে।

“শুক্রবার শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসার জন্য সিলেট শহীদ শামসউদ্দিন হাসপাতালে আসেন। চিকিৎসা শেষে রাতেই বাড়ি ফেরেন। শনিবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে বাড়িতেই মারা যান তিনি।”

মারা যাওয়া ব্যক্তির জানাজা, দাফন সরকারি স্বাস্থ্যবিধি মেনেই হবে বলে জানান সিভিল সার্জন।

গত এক সপ্তাহে এ জেলায় করোনাভাইরাসে তিনজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া তিনজনই ছাতক উপজেলার বাসিন্দা ছিলেন বলে জানান তিনি।

এছাড়া সুনামগঞ্জ জেলায় এ রোগে ২৭০ জন আক্রান্ত হয়েছেন; যার মধ্যে ৭৬ জন সুস্থ হয়েছেন।