চাঁদপুরে আ. লীগ নেতা ভুট্টু হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আজিজুর রহমান ভুট্টু হত্যা মামলার প্রধান আসামিসহ চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2020, 05:00 AM
Updated : 3 June 2020, 09:47 AM

মামলার তদন্ত কর্মকর্তা চাঁদপুর মডেল থানার এসআই রাশেদুজ্জামান জানান, ভুট্টু হত্যা মামলার প্রধান আসামি হামিদুর রহমান সোহাগ খানকে (৩৮) মঙ্গলবার বিকালে সদরের চেয়ারম্যানঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সোহাগের বাড়ি শাহমাহমুদপুর ইউনিয়ন কুমারডুগি এলাকায়।

এসআই বলেন, সোহাগকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ: বুধবার চাঁদপুর সিনিয়র চিফ জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. কামাল হোসেন ৫ দিনের এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বাকি আসামিরা হলেন- মো. মুনসুর খান (৩৫), মোস্তফা খান কালু (৪৯) ও মো. সুমন খান (৩৫)।

গত ১৮ মে রাতে কুমারডুগি নিজ বাড়িতে যাওয়ার পথে আজিজুর রহমান ভুট্টুকে কুপিয়ে জখম করা হয়।পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনায় পরদিন ভুট্টুর স্ত্রী চাঁদপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

এরপর মুনসুর, মোস্তফা ও সুমনকে ২০ মে ভোরে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে বলে জানান এসআই।