ঢাকার নবাবগঞ্জে জ্বর-কাশি নিয়ে ২ বৃদ্ধের মৃত্যু

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ‘করোনাভাইরাসের উপসর্গ নিয়ে’ দুইজনের মৃত্যু হয়েছে।

কেরাণীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2020, 02:35 PM
Updated : 2 June 2020, 02:35 PM

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ)  ডা. হরগোবিন্দ সরকার অনুপ এ তথ্য জানিয়েছেন।

প্রয়াত ৬৫ বছর বয়সী বৃদ্ধ উপজেলার বাহ্রা ইউনিয়নের বলমন্তচর গ্রামের এবং ৬০ বছর বয়সী প্রবীণ ব্যক্তি শোল্লা ইউনিয়নের সিংহড়া নয়াবাড়ির বাসিন্দা। 

ডা. অনুপ জানান, ওই দুই ব্যক্তি কয়েকদিন ধরে জ্বর, ঠান্ডা ও কাশিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। শোল্লার ইউনিয়নের ওই বৃদ্ধ ‘করোনার উপসর্গ’ নিয়ে সোমবার রাতে তার বাড়িতে মারা যান। 

এছাড়া মঙ্গলবার সকালে বাহ্রা ইউনিয়নের অপর বৃদ্ধ বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্ললেক্সে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান তিনি।

তাদের স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

বাহ্রা ইউনিয়নের প্রয়াতের ছেলেও আক্রান্ত হওয়ায় তাকে তার বাড়িতে আইসলোশনে রাখা হয়েছে এবং শোল্লা ইউনিয়নের অপরজনের পরিবারের অন্যান্য সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান এ চিকিৎসক।

এ পর্যন্ত উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন এবং দুই জন মারা গেছেন বলে জানান ডা. অনুপ।