কোভিড-১৯: গোপালগঞ্জে নতুন ১৫ জন শনাক্ত

গোপালগঞ্জে নতুন করে আরও ১৫ জনের শরীরে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৮০ জনে দাঁড়াল। 

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2020, 09:35 AM
Updated : 30 May 2020, 09:35 AM

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ শনিবার এ কথা জানান।

আক্রান্তদের মধ্যে ৬১ জন সুস্থ্ হয়েছেন; মারা গেছেন ১ জন। এছাড়া আরও ১২০ জন বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

নিয়াজ বলেন, গত ২৪ ঘণ্টায় কাশিয়ানীতে ৩ জন, কোটালীপাড়ায় ৩ জন ও মুকসুদপুরে ৮ জন ও টুঙ্গিপাড়ায় ১ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি এবং বাড়িঘর অবরুদ্ধ করা হয়েছে। তাদের পরিবারের সদস্যদেরও হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার আক্রান্তরা ঢাকা থেকে এসেছেন। মুকসুদপুরে আক্রান্ত যুবকের পরিবারের ৬ সদস্য সহ ৮ জন আক্রান্ত হয়েছেন বলে জানান তিনি।

এ পর্যন্ত কাশিয়ানী উপজেলায় ১ চিকিৎসক সহ ৪২ জন, মুকসুদপুরে চিকিৎসক ও পুলিশসহ ৪০ জন,  গোপালগঞ্জ সদরে ২ চিকিৎসকসহ ২৩ জন, কোটালীপাড়ায় ১ চিকিৎসক ও ২ নার্সসহ ৩৮ জন ও টুঙ্গিপাড়ায় ২৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে সিভিল সার্জন জানান।