বগুড়ায় ১৫ টন চালসহ গুদাম কর্মকর্তা আটক

বগুড়ার গাবতলীতে ১৫ টন চালসহ তিনজনকে আটক করেছে পুলিশ; যাদের মধ্যে গুদাম কর্মকর্তা ও দারোয়ানও রয়েছেন।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2020, 08:13 AM
Updated : 29 May 2020, 08:13 AM

আটককৃতরা হলেন জেলার ধুনট উপজেলার তারাকান্দি গ্রামের আজাহার আলীর ছেলে চাল ব্যবসায়ী আমজাদ হোসেন ওরফে শাহেনশাহ, গাবতলী উপজেলার সাবেকপাড়া খাদ্যগুদাম কর্মকর্তা গাজী মো. শফিকুল ইসলাম ও দারোয়ান ছাদেকুল ইসলাম।

গাবতলী থানার ওসি নূরুজ্জামান জানান, শুক্রবার ভোরে গোপন খবরের ভিত্তিতে সাবেকপাড়া খাদ্যগুদামে অভিযান চালান তারা। সেখান থেকে ১৫ টন চাল ট্রাকে নিয়ে যাওয়ার প্রস্তুতির সময় হাতেনাতে আটক করা হয় আমজাদ হোসেন ওরফে শাহেনশাহকে।

চালসহ তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আমজাদ সঠিক উত্তর দিতে পারেননি বলে জানান ওসি।

ওসি বলেন, পরে সাবেকপাড়া খাদ্যগুদাম কর্মকর্তা গাজী মো. শফিকুল ইসলাম ও গুদামের দারোয়ান ছাদেকুল ইসলামকে আটক করা হয়েছে। সরকারি চাকরিজীবী হওয়ায় সরকারি বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গাবতলী উপজেলা খাদ্য কর্মকর্তা হারুনার রশিদ জানান, ঘটনার পর খাদ্যগুদামটি সিলগালা করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।

ট্রাক গুদামের ভেতরে না নিয়ে বাইরে রেখে লোড করার সময় সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেয় বলে এলাকাবাসী জানিয়েছেন।