গাজীপুরে জ্বর-কাশিতে পরিবহন শ্রমিকের মৃত্যু

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সর্দি, জ্বর ও কাশিতে এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2020, 11:59 AM
Updated : 27 May 2020, 11:59 AM

বানার হাওলা গ্রামের বাড়িতে মঙ্গলবার ৪৮ বছর বয়সী এই ব্যক্তির মৃত্যু হয় বলে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসমত আরা জানান।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে ইউএনও বলেন, গত কয়েকদিন ধরে ওই ব্যক্তি সর্দি, কাশি ও জ্বরে ভুগছিলেন। মঙ্গলবার দুপুরের দিকে কাশির সঙ্গে তার গলা দিয়ে রক্ত বের হয়। এরপরই তিনি মারা যান। ইউএনও বলেন, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। বিধি মোতাবেক লাশ দাফনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হযেছে।

এই ব্যক্তি বাসের কন্ডাক্টর ছিলেন বলে তিনি জানান।

স্বজনদের বরাত দিয়ে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সালাম বলেন, “ওই ব্যক্তি হৃদরোগী ছিলেন। মঙ্গলবার তিনি রক্ত বমিও করেন। তারপরও তার করোনাভাইরাস সংক্রমণ ছিল কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।”