করোনাভাইরাস: নারায়ণগঞ্জে আরও ১৪৫ জন আক্রান্ত

নারায়ণগঞ্জে আরও ১৪৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে এ জেলায় মোট শনাক্ত হলেন ২৩৭০ জন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2020, 07:07 AM
Updated : 26 May 2020, 07:07 AM

মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এই ১৪৫ জন শনাক্ত হয়েছেন বলে জেলার সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গত ৮ মার্চ এ জেলায় প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে এ পর্যন্ত শনাক্ত হয়েছে ২৩৭০ জন। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১৪৫ জন। গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। শুরু থেকে এ পর্যন্ত মোট মারা গেছেন ৭২ জন। আর সুস্থ হয়েছেন ৬৯৪ জন।

সিভিল সার্জন বলেন, আক্রান্তদের অধিকাংশই জেলা স্বাস্থ্য বিভাগের পরামর্শে বাড়িতে আইসোলেশনে থেকে সুস্থ হয়েছেন। যারা বাড়িতে আইসোলেশনে থাকেন তাদের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়।