করোনাভাইরাস: মানিকগঞ্জে উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

মানিকগঞ্জ সদর উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যক্তি মারা গেছেন।

মানিকগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2020, 10:51 AM
Updated : 23 May 2020, 12:19 PM

৫৫ বছর বয়সী এই ব্যক্তি শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বলে মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. লুৎফর রহমান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মানিকগঞ্জ সদর হাসপাতালে আসেন কৃষ্ণপুর ইউনিয়নের ওই ব্যক্তি। অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।

স্বাস্থ্য কর্মকর্তা বলেন, তার পরীক্ষার ফল এখনও পাওয়া যায়নি। তবে তার পরিবারের সদস্যদেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউশনে পাঠানো হয়েছে।

ওই ব্যক্তির বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসেন।