রাজশাহীতে করোনাভাইরাসে পুলিশ কর্মকর্তার মৃত্যু

রাজশাহীর মিশন হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত এক পুলিশ সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2020, 06:40 PM
Updated : 22 May 2020, 07:42 PM

শুক্রবার রাত ১১টার দিকে রাজশাহী মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

৫৭ বছর বয়সী প্রয়াত ওই পুলিশ কর্মকর্তা রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) সুবেদার পদমর্যাদার ছিলেন। অফিশিয়াল পদবী এসআই সশস্ত্র।

তিনি ডেপুটেশনে নওগাঁ জেলা পুলিশে কর্মরত ছিলেন। সেখানে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজেটিভ আসে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ড. সাইফুল ফেরদৌস জানান, তিনি নওগাঁ থাকতে গত ১৭ মে তার নমুনা সংগ্রহ করা হয়। ওই দিন তিনি ছুটিতে রাজশাহী চলে আসেন। বৃহস্পতিবার তার নমুনা পরীক্ষার পর ফলাফল পজেটিভ আসে।

তিনি বলেন, “শুক্রবার সকালে তিনি পুলিশ লাইন হাসপাতালে যান। সেখান থেকে তাকে আইসোলেশন ইউনিট মিশনারি খ্রিস্টান হাসপাতালে পাঠানো হয়। বিকেল সাড়ে ৫টায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অধিনে ভর্তি করে মিশনা হাসপাতালে রাখা হয়। রাত ১১টার দিকে তিনি মারা যান।”

তিনি রাজশাহী নগরের চন্ডিপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।  গত ১৭ মে থেকে সেখানে পরিবারের সঙ্গে অবস্থান করছিলেন তিনি। তার বাড়ি পাবনায় বলে জানা গেছে।