শেরপুরে কৃষক খুনের অভিযোগে আটক ৩

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এক পাহাড়ি কৃষককে হত্যার অভিযোগে তিনজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2020, 08:15 AM
Updated : 21 May 2020, 08:21 AM

উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড় সংলগ্ন কালাপানি মোড় এলাকায় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল জানান।

নিহত সুনীল মারাকের (৪৫) বাড়ি উপজেলার পূর্ব সমশ্চুড়া গ্রামের

এ ঘটনায় আহত সুনীলের স্ত্রী দীবাশ ও মেয়ের জামাতা আনতুনকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছ।

আটকরা হলেন- জামালপুর জেলার স্বপন, জেহাদুল ইসলাম ও ধোবাউরা উপজেলার মুন্সিরহাট এলাকার পিরেন্দ্র সাংমা।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, সুনীল তার স্ত্রী, সন্তান ও মেয়ের জামাইকে নিয়ে বুরুঙ্গা কালাপানি এলাকা থেকে বোরো ধান কেটে বস্তা বোঝাই করে ভ্যান গাড়িতে করে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের তিন আরোহী ওই ধানের বস্তা বোঝাই ভ্যান গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়।

“এ ঘটনার পর ওই তিনজন সুনীলের স্ত্রীকে মারধর করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই তিনজন ছুরি দিয়ে সুনীলের উপর হামলা চালালে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে তাদের চিৎকারে আশপাশের গিয়ে হামলাকারীদের আটক করে গণপিটুনি দেয় ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। “

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ও তিনজনকে আটক করে বলে জানান ওসি। 

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানায়।