মাগুরায় সরকারি চাল পাওয়া দেড় হাজার জনই সচ্ছল

মাগুরায় হতদরিদ্রদের জন্য সরকারের ১০ টাকা কেজি দরের খাদ্যবান্ধব কর্মসূচির চাল পেয়ে আসা সাড়ে ছয় হাজার জনের মধ্যে দেড় হাজারের বেশি সচ্ছল লোক থাকার প্রমাণ পেয়েছে উপজেলা প্রশাসন।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2020, 06:08 PM
Updated : 19 May 2020, 06:08 PM

মাগুরার মহম্মদপুর উপজেলায় এই এক হাজার ৫৯০ জনের ওএমএস-এর কার্ড বাতিলও করা হয়েছে।

মঙ্গলবার মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান এ বিষয়ে বলেন, “সচ্ছলতার প্রমাণ পাওয়ায়  কার্ডধারী এক হাজার ৫৯০ জনের কার্ড বাতিল করা হয়েছে।

তাদের বদলে প্রকৃত হতদরিদ্রদের যাচাই করে তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানান তিনি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ উপজেলায় ২০১৬ সাল থেকে হতদরিদ্ররা খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাওয়া শুরু করেন। এ পর্যন্ত উপজেলায় মোট ৬ হাজার ৫৬৭ জন নারী ও পুরুষ এ চাল পেয়ে আসছেন।

সম্প্রতি মাঠ পর্যায় থেকে আসা অভিযোগের ভিত্তিতে তালিকা যাচাই-বাছাইয়ের উদ্যোগ নেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান।

যেখানে কার্ডধারী ৬ হাজার ৫৬৭ জন নারী ও পুরুষের মধ্যে ১৫৯০ জনই সচ্ছল ‘প্রমাণ মেলে’।

এদের মধ্যে মহম্মদপুর ইউনিয়নে ২৮৪ জন, নহাটায় ১৩৫ জন, দীঘায় ১৪৩ জন, বাবুখালীতে ১৯১ জন, পলাশবাড়ীয়ায় ১৭৬ জন, রাজাপুরে ১৯১ জন, বালিদিয়ায় ১৮৫ জন এবং বিনোদপুর ইউনিয়নে ২৮৪ জন নারী ও পুরুষ রয়েছেন। 

এসব সচ্ছল ব্যক্তিদের অনেকের বাড়িতে পাকা বাড়ি আছে। অনেক পরিবারের সদস্য বিদেশ থাকেন।