দোহারে ১৬ পুলিশ সদস্য আক্রান্ত

ঢাকার দোহার উপজেলায় একদিনে নতুন করে ১৬ পুলিশ সদস্য ও এক চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

দোহার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2020, 10:42 AM
Updated : 18 May 2020, 10:42 AM

রোববার দোহার থানার ওসি মো. সাজ্জাদ হোসেন এ কথা জানান।

আক্রান্তদের মধ্যে দোহার থানার ২ এএসআই ও ১৪ জন কনস্টেবল রয়েছেন। বাকি একজন উপজেলার ধূবলী গ্রামের এক চিকিৎসক বলে জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, আক্রান্ত ওই পুলিশ সদস্যদের তেমন কোন লক্ষণ ছিল না। তিন চারদিন আগে থানার দুই-তিনজন পুলিশ সদস্যের হালকা জ্বর হয়েছিল। তারা সেরেও উঠেছিল।

“তারপরও পরীক্ষার ফলাফলে যেহেতু ওই পুলিশ সদস্যরা সংক্রমিত হয়েছেন সেহেতু তাদের চিকিৎসার জন্য পাঠানো হবে। তবে আক্রান্ত চিকিৎসকের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।”

আর থানার যে সকল পুলিশ সদস্যরা করোনাভাইরাসে সংক্রমিত হয়নি তাদের দিয়ে থানার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ওসি সাজ্জাদ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন জানান, নতুন আক্রান্তদের নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০ জনে। মৃত্যু হয়েছে দুইজনের।