এক মিনিটের বাজার: সেনাবাহিনীর ফ্রি চাল-সবজি রাঙামাটিতে

করোনাভাইরাস মহামারীতে কর্মহীন মানুষের সহায়তায় রাঙামাটিতে বিনামূল্যে চাল ও সবজি দিয়েছে সেনাবাহিনী।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2020, 07:15 PM
Updated : 15 May 2020, 07:15 PM

শুক্রবার সকালে জেলার মারী স্টেডিয়ামে আয়োজিত ‘এক মিনিটের বাজার’ থেকে কর্মহীন মানুষরা চাল ও নানা পদের সবজি সংগ্রহ করেন।

সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের নির্দেশনায় রাঙামাটি রিজিয়ন এই বাজার আয়োজন করে।

সরেজমিনে দেখা যায়, পুরোপরি সামাজিক দূরত্ব নিশ্চিত করে সকাল ৯.৩০ মিনিটে চালু হওয়া এই বাজার ৯টা ৩১ মিনিটের মধ্যেই শেষ হয়। প্রবেশ পথে ছিল জীবাণুনাশক বুথ ও হাত ধোয়ার ব্যবস্থা। বাজারে টেবিলের উপর চাল, আলু, ঢেঁরশ, বরবটি, কচুর লতি, কাঁচা মরিচসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সাজানো ছিল। এই এক মিনিট সময়ে সাধারণ মানুষ তাদের প্রয়োজনীয় সামগ্রী কোনো প্রকার ঝামেলা ছাড়াই সংগ্রহ করেন।
রাঙামাটি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান সাংবাদিকদের বলেন, পার্বত্য এলাকায় সন্ত্রাস দমনের পাশাপশি সেনাবাহিনী মানবিক দায়িত্ব পালন করে যাচ্ছে। গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে প্রান্তিক কৃষকদের কাছ থেকে সবজি ক্রয় করে এই ব্যতিক্রমধর্মী বাজারের ব্যবস্থা করা হয়েছে।
“এই বাজারে মাধ্যমে প্রান্তিক কৃষক পেল তার ন্যায মূল্য এবং একই সঙ্গে নিম্ন আয়ের মানুষ পেল খাদ্য সহায়তা।”

অন্যান্যের মধ্যে রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলামসহ সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।