যশোরে খারিজ হওয়া খুনের মামলার আসামি খুন

যশোরের অভয়নগর উপজেলায় খারিজ হওয়া খুনের মামলার এক আসামি খুন হয়েছেন।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2020, 10:06 AM
Updated : 12 May 2020, 10:06 AM

অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম জানান, নিহত শেখ আতিয়ার রহমান আতি (৫৭) উপজেলার মোয়াল্লেমতলা গ্রামের বাসিন্দা। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোয়াল্লেমতলা গ্রামে তাকে কুপিয়ে আহত করার পর তিনি মারা যান।

ওসি তাজুল এলাকাবাসীরন বরাতে বলেন, এলাকায় রাস্তার ওপর আতিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় কয়েকজন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় তিনি মারা যান।

ওসি বলেন, আতির বিরুদ্ধে ২০১৪ সালে নিশান নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ ছিল। কিন্তু সাক্ষ্য-প্রমাণের অভাবে মামলাটি আদালতে খারিজ হয়ে যায়। খারিজ হওয়ার আগ পর্যন্তদ আতি পলাতক ছিলেন। নিশানের লোকজন আতিকে হত্যা করেছে বলে পুলিশ অভিযোগ পেয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে।