সিরাজগঞ্জে ভেজাল ঘি তৈরির অভিযোগে ব্যবসায়ীর দণ্ড

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভেজাল ঘি তৈরির অভিযোগে এক ব্যবসায়ীকে নয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয়েছে ঘি তৈরির বিভিন্ন সরঞ্জাম।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2020, 11:31 AM
Updated : 11 May 2020, 11:43 AM

উল্লাপাড়া পৌর এলাকার ঘোষগাতি এলাকার ঘি ব্যবসায়ী সুজন কুমারের বাড়িতে রোববার রাতে এ অভিযান চালানো হয় বলে উপজেলা খাদ্য পরিদর্শক শহিদুল ইসলাম রন্টু জানান।

তিনি বলেন, “সুজনকে ভেজাল ঘি তৈরির সময় হাতেনাতে আটক করা হয়। এ সময় ঘি তৈরিতে ব্যবহৃত ৩৬০ কেজি ডালডা, ৩৫০ কেজি পামওয়েল, রং, কেমিক্যাল ও ৪২ মন ভেজাল ঘিও জব্দ করা হয়; যার বাজারমূল্য আনুমানিক ১৬ লাখ টাকা।

“পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান সুজনকে নয় মাসের বিনাশ্রম কারাদণ্ড  ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন।”

পরে জব্দ করা ঘি ও কাঁচামাল ধ্বংস করা হয়েছে বলে জানান খাদ্য পরিদর্শক।