নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ বন্দরে একটি সেপটিক ট্যাংক বিস্ফোরণে এক নারী ও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2020, 07:05 AM
Updated : 8 May 2020, 07:27 AM

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার দীঘির পাড় এলাকার রফিকুল ইসলাম ভুঁইয়ার মালিকানাধীন পাঁচতলা ভবনের নিচতলার ভাড়াটিয়া খোরশেদ মোল্লার ফ্ল্যাটে এ বিস্ফোরণ ঘটে।

নিহতরা হল- ওই এলাকার খোরশেদ মোল্লার দুই ছেলে মাসনুন (১৩) ও জিসান (৮) এবং হুমায়ুন কবিরের স্ত্রী লাবনী আক্তার (৩০)।

আহতরা হলেন- লাবনীর মেয়ে নাবিলা (৮), শহীদ হোসেন (৪৫), লেকমত শেখ (৫৫), তার ছেলে রুবেল হোসেন (২৮) ও মেয়ে তামান্না (১২)।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহরের মণ্ডলপাড়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “বিকট শব্দে সেপটিক ট্যাংকটি বিস্ফোরণ হয়। এ সময় খোরশেদ মোল্লার ফ্ল্যাটের ফ্লোর ও জানালা উড়ে যায় এবং তার দুই ছেলে ঘটনাস্থলেই মারা যায়।”

এছাড়া ওই বিস্ফোরণে পাশের একটি ভবনের চারতলার দেওয়াল ধসে নিচে আরেকটি টিনশেড বাড়ির ওপরে গিয়ে পড়ে। এতে ওই টিনশেড বাড়ি ক্ষতিগ্রস্থ হয় এবং ছয়জন আহত হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, “আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর লাবনীর মৃত্যু হয়।”