মাগুরায় প্লাইউড কারখানায় অগ্নিকাণ্ড, ‘বিপুল’ ক্ষয়ক্ষতি

মাগুরা শালিখা উপজেলায় আগুনে একটি প্লাইউড কারখানা ভস্মীভূত হয়েছে।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2020, 11:47 AM
Updated : 7 May 2020, 11:47 AM

বৃহস্পতিবার আড়ুয়াকান্দি এলাকায় আর কে প্লাইউড মিলের কারখানায় এ অগ্নিকাণ্ডে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষের ভাষ্য।  

পরে মাগুরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আর কে ডোর ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জুয়েল হোসেন জানান, সকালে কারখানায় কর্মরত শ্রমিকরা হঠাৎ ফার্নেস অয়েলের চুলা থেকে আগুণ বের হতে দেখেন; যা মুহূর্তের মধ্যে কারখানায় ছড়িয়ে পড়ে।

“এ সময় তারাসহ এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে প্রায় ৩০ কিলোমিটার দূরে মাগুরা থেকে ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে।”

আগুনে কারখানার যন্ত্রপাতি, প্রস্তুতকৃত প্লাইউড এবং প্লাইউড তৈরির মালামালসহ প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তার ভাষ্য।

এ ব্যাপারে তিনি শালিখা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলেও জানান।                

মাগুরা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাসুদুর রহমান বলেন, সকাল ৮টার দিকে খবর পেয়ে দমকল বাহিনীর তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। দুই ঘণ্টা চেষ্টার পর আগুণ নিয়ন্ত্রণে আসে।

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ‘থার্মিক হিটার’ অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যায়; পরবর্তীতে পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।”

ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণে তদন্ত চলছে বলে জানান তিনি।