মাগুরায় ঢাকাফেরত পোশাকশ্রমিক আক্রান্ত

মাগুরায় প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন; যিনি ছয় দিন আগে ঢাকার আশুলিয়া থেকে এসেছেন।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2020, 05:51 AM
Updated : 22 April 2020, 05:55 AM

৩০ বছর বয়সী এই পোশাকশ্রমিকের কোভিড-১৯ আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ না খাকলেও আশুলিয়া থেকে আসায় তাকে পরীক্ষা করা হয়।

মাগুরার সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা জানান, এই ব্যক্তির বাড়ি সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের মৃগিডাঙ্গা গ্রামে। মাগুরায় তারই প্রথম কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ এসেছে। বুধবার তার পরীক্ষা প্রতিবেদন পাওয়া গেছে।

সিভিল সার্জন বলেন, এই পোশাকশ্রমিকের কোভিড-১৯ আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ নেই। আশুলিয়া থেকে আসার কারণে পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়। এজন্য নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঠানো হয়েছিল। পরীক্ষায় পজিটিভ এসেছে।

মাগুরায় এ পর্যন্ত ৯১ জনের পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে বলে তিনি জানান।

আশুলিয়াফেরত ব্যক্তির পরীক্ষা প্রতিবেদন পাওয়ার পর মৃগিডাঙ্গা গ্রাম অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সুফিয়ান।